Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পটভূমি:প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে বর্তমানে বাংলাদেশ সরকারিভাবে ৫৪টি পিটিআইতে শিক্ষকদের পেশাগত দক্ষতা  বৃদ্ধির জন্য এক বৎসর মেয়াদি সি-ইন-এড প্রশিক্ষণ কার্যক্রম চলছে। শিক্ষকদের এই এক বৎসর মেয়াদি সি-ইন-এড প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও যাতে তাদের পৌনঃপুনিক চাকুরীকালীন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তোলা যায়, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য নানাবিধ সহায়তা দানের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে একটি রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা এর মধ্যে অন্যতম। বস্ত্ততপক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে পেশাগত দক্ষতার উৎকর্ষ সাধন তথা শ্রেণিকক্ষের দৈনন্দিন শিখন-শিখানো প্রক্রিয়ায় কুশলতা বৃদ্ধিই উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) স্থাপনের মূল উদ্দেশ্য এবং এটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার এক নূতন অবকাঠামোগত সংযোজন। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রথম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (১৯৯৭-২০০৩) এর আওতায় আইডিয়াল ও নরওয়ে সাহায্যপুষ্ট প্রাথমিক শিক্ষার গণগতমান উন্নয়ন শীর্ষক প্রকল্প দু’টির অর্থায়নে পর্যায়ক্রমে দেশের ৪৮১টি থানা/উপজেলায় উপজেলা রিসোর্স সেন্টার স্থাপিত হয়। সেই ধারাবাহিকতায় ২০০২ সালে পলাশবাড়ী, গাইবান্ধায় ইউআরসি প্রতিষ্ঠিত হয়। পরবর্তিতে ২০০৫ সালে বাংলাদেশ সরকার দেশের ৪৮১টি থানা/উপজেলা উপজেলা রিসোর্স সেন্টার রাজস্ব বাজেটের আওতাভূক্ত করেন। বতর্মানে ইউআরসি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর অধিনস্থ প্রাথমিক শিক্ষাকে যুগপযোগী করে তোলার একটি অপরিহার্য প্রতিষ্ঠান। 

অবস্থান : ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়/ ফরিদপুর সদর উপজেলা পরিষদ হতে ফরিদপুর-খুলনা মহাসড়কে 0.5 কি.মি. যাওয়ার পরে বাম পাশ্বে বদরপুর-সালথা সড়কে 0.5 কি.মি. গিয়ে রাস্তার বাম পাশ্বে ডোমরাকান্দি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় কম্পাউন্ডে কবরস্থান সংলগ্ন একতলা ভবন। এখানে আসার জন্য ফরিদপুর পৌর বাস টার্মিনাল/ রাজবাড়ী রাস্তার মোড় হতে বাস (ফরিদপুর-সালথা), অটো রিক্স/ মাহিন্দ্র (ফরিদপুর-সালথা), রিক্সা, মোটর সাইকেল সহ অন্যান্য যানবাহন ব্যবহার করা যায়।